নিউজ ফোর সাইড ডেস্ক :: দীঘা::বুধবার সিপিএম ও কংগ্রেসের ডাকা সাধারণ ধর্মঘটের তেমন কোন প্রভাব পড়ল না সৈকত শহর দীঘায়।
সকাল থেকেই ট্রেন এবং বাস পরিষেবা চলছে স্বাভাবিক ছন্দে। দোকানপাট খোলা আছে অন্যান্য দিনের মতোই। তবে সকালের দিকে যাত্রীর সংখ্যা ছিল সামান্য।বেলা বাড়ার সাথে সাথেই সমুদ্রে স্নানের জন্য উপচে পড়ে ভীড়।
কার্যত জনজীবন স্বাভাবিক পর্যটক কেন্দ্র দীঘা, মন্দারমনি,তাজপুর, শংকরপুর প্রভৃতি এলাকা। সকালের দিকে বনধ সমর্থনে মিছিল বের করে সিপিএম কর্মী সমর্থকেরা। রামনগর বেশ কিছু জায়গায় বনধ সমর্থনে রাস্তার উপর বসে পথ অবরোধ করে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে দেয়।
সকাল থেকেই ট্রেন এবং বাস পরিষেবা চলছে স্বাভাবিক ছন্দে। দোকানপাট খোলা আছে অন্যান্য দিনের মতোই। তবে সকালের দিকে যাত্রীর সংখ্যা ছিল সামান্য।বেলা বাড়ার সাথে সাথেই সমুদ্রে স্নানের জন্য উপচে পড়ে ভীড়।
কার্যত জনজীবন স্বাভাবিক পর্যটক কেন্দ্র দীঘা, মন্দারমনি,তাজপুর, শংকরপুর প্রভৃতি এলাকা। সকালের দিকে বনধ সমর্থনে মিছিল বের করে সিপিএম কর্মী সমর্থকেরা। রামনগর বেশ কিছু জায়গায় বনধ সমর্থনে রাস্তার উপর বসে পথ অবরোধ করে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে দেয়।
No comments:
Post a Comment