নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ সোমবার কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের কাঁথি তে মাহামিছিল ও সভা হয়।এই মিছিলের ডাক দিয়েছিলেন এরাজ্যের পরিবহন,জল ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন মিছিলের অগ্রভাগে ছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী,কাঁথি পৌর সভার পৌর পিতা সৌমেন্দু অধিকারী অন্যান্য ওয়ার্ডএর কাউন্সিলর সহ বহু নেতা কর্মী সমর্থকরা।
মঞ্চে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকার,শিশির অধিকারী,হারিসাধান দাস অধিকারী,সভাধিপতি দেবব্রত দাস,হাবিবুর রহমান,বনশ্রী মাইতি,সিধ্যেস্বর প্রধান,সুবল মান্না ও অন্যান্য নেত্রী বৃন্দ।
মন্ত্রী শুভেন্দু অধিকারী বিগত ২০০৬ সাল থেকে কয়েক বার লোকসভা,বিধানসভা,পঞ্চায়েত এবং নন্দীগ্রামের কথা তুলে ধরেন।সেইসঙ্গে কেন্দ্র সরকারের এন আর সি এবং সি এ এ আইনের বিরোধিতা করে বলেন আজকের এই বিশাল পদ যাত্রায় কোনো পোস্টার,দেওয়াল লিখন করতে হয়নী।বাঁকুড়া,পুরুলিয়া,মেদিনীপুর থেকে লোক আনতে হয়নি।কাঁথি ও পার্শ্ব বর্তী এলাকা থেকে হাজার হাজার মানুষ এই পদ যাত্রায় সামিল হিয়েছে। তিনি সবাইকে ধন্যবাদ,অভিনন্দন জানান।
এদিন মিছিলের অগ্রভাগে ছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী,কাঁথি পৌর সভার পৌর পিতা সৌমেন্দু অধিকারী অন্যান্য ওয়ার্ডএর কাউন্সিলর সহ বহু নেতা কর্মী সমর্থকরা।
মঞ্চে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকার,শিশির অধিকারী,হারিসাধান দাস অধিকারী,সভাধিপতি দেবব্রত দাস,হাবিবুর রহমান,বনশ্রী মাইতি,সিধ্যেস্বর প্রধান,সুবল মান্না ও অন্যান্য নেত্রী বৃন্দ।
মন্ত্রী শুভেন্দু অধিকারী বিগত ২০০৬ সাল থেকে কয়েক বার লোকসভা,বিধানসভা,পঞ্চায়েত এবং নন্দীগ্রামের কথা তুলে ধরেন।সেইসঙ্গে কেন্দ্র সরকারের এন আর সি এবং সি এ এ আইনের বিরোধিতা করে বলেন আজকের এই বিশাল পদ যাত্রায় কোনো পোস্টার,দেওয়াল লিখন করতে হয়নী।বাঁকুড়া,পুরুলিয়া,মেদিনীপুর থেকে লোক আনতে হয়নি।কাঁথি ও পার্শ্ব বর্তী এলাকা থেকে হাজার হাজার মানুষ এই পদ যাত্রায় সামিল হিয়েছে। তিনি সবাইকে ধন্যবাদ,অভিনন্দন জানান।
No comments:
Post a Comment