Breaking News

Translate

Saturday, January 4, 2020

কিশোর নগর শচীন্দ্র শিক্ষা সদনে বসলো অত্যাধুনিক জল পরিশোধিত (ইউভি) মেশিন।

নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমার কিশোর নগর শচীন্দ্র শিক্ষা সদনে ছাত্র ছাত্রীদের সার্থে বসানো হল অত্যাধুনিক জল পরিশোধিত (ইউভি) মেশিন।

এর আগেও এমন একটি মেশিন বসানো হয়েছিল কিন্তু এবার সম্পূর্ণ আলাদা প্রযুক্তিতে তৈরি যন্ত্র বসানো হয়েছে।
এদিন এই প্লান্ট টি উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত রায়।উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক শিক্ষিকা,শিক্ষা কর্মী,ছাত্র ছাত্রী ও অভিনব আপিলিনের কর্ম কর্তারা।

স্কুলের পক্ষ থেকে শ্রী রায় সকলের উদ্দেশে জানায় জলের অপর নাম জীবন ছাত্র ছাত্রীরা যাতে ভালো পরিশোধিত জল পান করে সেইডিকের কথা মাথায় রেখে এমন একটি কাজ করা হয়েছে।অন্যদিকে সবাইকে নজর রাখা দরকার যাতে জলের অপচয় না হয়।

একটি বেসরকারি সংস্থা "অভিনব আপিলাইনস" এর সহযোগিতায় স্কুল তরফে নূন্যতম লভ্যাংশ দিয়ে এই যন্ত্র বসানো হয়েছে বলে জানান প্রধান শিক্ষক।একসাথে ৫০০ লিটার পরিশোধিত জলের যোগান দেবে এই মেশিন।
উদ্বোধনের পর প্রধান শিক্ষক নিজের হতে জল নিয়ে এক ছাত্রীকে পান কারণ।তারপর একে একে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীরা জল নিয়ে পান করেন।পরিশোধিত জল পেয়ে খুশি ছাত্র ছাত্রী সহ সকলে।




No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919