Breaking News

Translate

Friday, January 10, 2020

সূর্য গ্রহণের পর এবার মহাজাগতিক চন্দ্র গ্রহনকে ঘিরে কৌতূহল সারা দেশে।

নিউজ ফোর সাইড ডেস্ক :: গত বছরের শেষের দিকে মহাজাগতিক সূর্য গ্রহণ দেখার জন্য গোটা দেশ তোলপাড় হয়ে উঠেছিল।আবার সারা দেশের মানুষ উথসুক হয়ে উঠেছে মহাজাগতিক চন্দ্র গ্রহণ দেখার জন্য।নতুন বছরে এবং নতুন দশকে প্রথম এই চন্দ্র গ্রহণ দেখবে সবাই।

এসিয়া,আফ্রিকা,ইউরোপ, অস্ট্রেলিয়া ও আমেরিকায় ১০ এবং ১১ জনুয়ারী দেখা যাবে এই দৃশ্য।পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে হয় চন্দ্র গ্রহণ।কিন্তু এবার পেনামব্রাল চন্দ্র গ্রহণ।অর্থাৎ পৃথিবী,চাঁদ,সূর্য একেবারে সরল রেখায় থাকবে না।পৃথিবীর ছায়া পুরোটা চাঁদকে ঢাকতে পারবে না।মহাকাশ বিজ্ঞানীরা এমনই খবর জানাচ্ছেন।

সূর্য গ্রহণ খালি চোখে দেখার সতর্কতা থাকলেও চন্দ্র গ্রহণের ক্ষেত্রে তেমন কোনো সতর্কতা নেই।খালি চোখে দেখা যেতে পারে।
এছাড়াও চলতি বছরের ৫ জুন,৪জুলাই,২৯ শে নভেম্বর চন্দ্র গ্রহণ হবে।কেবলমাত্র ৫জুনের গ্রহণ ভারতে দৃশ্যমান হবে।

সবমিলিয়ে এই চন্দ্র গ্রহণকে ঘিরে সারা দেশে কৌতূহল তুঙ্গে।



No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919