Breaking News

Translate

Sunday, January 12, 2020

পদিমা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মেধা অন্যেষণ পরীক্ষা দীঘায়।

নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ ১২ ই জানুয়ারী পদিমা ১ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্টিত হল। এদিন দিঘা দেবেন্দ্র লাল জগবন্ধু শিক্ষা সদন হাই স্কুলের পরীক্ষার আয়োজন করা হয়।

 পরীক্ষার শুভ সূচনা করেন পঞ্চায়েত প্রধান কেয়া দলাই। পদীমা  গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রাইমারি স্কুল আপার প্রাইমারি মিলিয়ে মোট ২৩১ জন পরীক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।পঞ্চায়েত প্রধানকে জানান হয় সমস্ত ক্লাসের ১ থেকে ১০ জন মেধা পরীক্ষার্থী কে পঞ্চায়েতের তরফ থেকে পুরস্কৃত করা হবে।সেইসঙ্গে পঞ্চায়েত এলাকার অসহায় দুস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের দায়িত্বভার নেয়া হবে। প্রধান ছাড়াও আজকের দিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের শিক্ষা সঞ্চালক পরিমল গিরি, বিশিষ্ট শিক্ষক দিলীপ দলাই,গ্রাম সদস্য পুষ্পলতা জানা,মায়ারানি বন, চিনময় শীট,মৃদুল পন্ডা প্রমূখ।পরীক্ষা সকাল ১১ টায় শুরু হয়।পরীক্ষা শেষ হয় দুপুর ১ টা নাগাদ।   গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পরীক্ষা শেষে সমস্ত ছাত্র-ছাত্রীদের দুপুরের আহার এর ব্যবস্থা করা হয়।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919