নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুর জেলা পরিষদসহ হেঁড়িয়া ট্রাফিক বিভাগের উদ্যোগে পালিত হলো একত্রিশতম পথ নিরাপত্তা সপ্তাহ।
এদিন হেঁড়িয়া আভামাইতি বাসস্ট্যান্ড থেকে হিড়িঞ্চি ব্রিজ পর্যন্ত পথরেলি আয়োজন করা হয়।কালিয়াচক ও সুভাষ পল্লী স্কুলের প্রায় একশো জন ছাত্র ছাত্রী রেলি তে অংশ নেয়।সেই সঙ্গে স্কুলের ছাত্র ছাত্রীরা যারা গাড়ি চালানোর সময় হেলমেট ব্যবহার করেন না তাদেরকে হেলমেট পরে গাড়ি চালানো অনুরোধ করেন। সেই সঙ্গে যারা হেলমেট বা গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করেছেন তাদেরকে গোলাপ ফুল ও চকলেট বিলি করেন অভিনন্দন জানায়। এই পথ যাত্রায় উপস্থিত ছিলেন হেড়িয়া থানার আইসি দীপক চক্রবর্তী। ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত অফিসার সুদীপ কর্মকার সহ থানার অন্যান্য কর্মীবৃন্দ।
এদিন হেঁড়িয়া আভামাইতি বাসস্ট্যান্ড থেকে হিড়িঞ্চি ব্রিজ পর্যন্ত পথরেলি আয়োজন করা হয়।কালিয়াচক ও সুভাষ পল্লী স্কুলের প্রায় একশো জন ছাত্র ছাত্রী রেলি তে অংশ নেয়।সেই সঙ্গে স্কুলের ছাত্র ছাত্রীরা যারা গাড়ি চালানোর সময় হেলমেট ব্যবহার করেন না তাদেরকে হেলমেট পরে গাড়ি চালানো অনুরোধ করেন। সেই সঙ্গে যারা হেলমেট বা গাড়ি চালানোর সময় সিট বেল্ট ব্যবহার করেছেন তাদেরকে গোলাপ ফুল ও চকলেট বিলি করেন অভিনন্দন জানায়। এই পথ যাত্রায় উপস্থিত ছিলেন হেড়িয়া থানার আইসি দীপক চক্রবর্তী। ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত অফিসার সুদীপ কর্মকার সহ থানার অন্যান্য কর্মীবৃন্দ।
No comments:
Post a Comment