Breaking News

Translate

Wednesday, January 1, 2020

সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ দেবের কল্পতরু উৎসব।

নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ ১ লা জানু়ারি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মিশন,মঠ,আশ্রমে ধুমধামের সাথে পালিত রামকৃষ্ণ কল্পতরু উৎসব।

১৮৮৫ সালে ঠাকুর রামকৃষ্ণ মারান রোগ ক্যানসারের জন্য খুবই অসুস্থ হয়ে পড়েন।১৮৮৬ সালে ১ লা জানুয়ারি কাশিপুর উদ্যান বাটিতে একটি বৃক্ষের তলায় ঠাকুর কল্পতরু হয়ে ভক্তদের মাথায় ও পিঠে হাত বুলিয়ে বলেছিলেন "তোদের চৈতন্য হোক" সেদিন তাদের মধ্যে এক আলাদা অনুভুতি হয়েছিল।সেই ভক্তদের মধ্যে প্রথম ছিলেন গিরিশ ঘোষ।গিরিশ ঘোষ আবেগ তাড়িত হয়ে ঠাকুরকে সাস্থাংয়ে প্রণাম করে বললেন আমি বাক্যহিন হয়ে গেছি ঠাকুর।কথিত আছে এই কল্পতরু দিনে মন থেকে যে যা চায় ঠাকুর তাই দেয়।

সেই দিন থেকেই বেলুড়,দক্ষিণেশ্বর,সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন মিশন মঠ আশ্রমে আজকের এই দিনটিতে কল্পতরু উৎসব পালিত হয়।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919