নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ থেকে শুরু হলো ১০৫ তম ১০৮ পরিব্রাজক শ্রী নিগমানন্দ পরমহংস ঠাকুরের অখন্ড ভক্ত সম্মেলন।
আসাম বঙ্গীয় সারস্বত মঠের তত্যবধনায় পশ্চিম মেদিনীপুরের সাউটিয়ায় আজ থেকে শুরু হলো নিগামা নন্দের সম্মেলন।বেলা ২.৩০ নাগাদ বর্ণাঢ্য শোভা যাত্রা মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।বিশেষ আকর্ষণের মধ্যে ছিল ১০৮ কলস,আদিবাসী নৃত্য,ধামসা মাদল,গুরুদেবের সুসজ্জিত রথ,আদিবাসী পোশাকে বহু মহিলা, এবং কয়েক হাজার ভক্ত।
আনন্দ নগর মঠের সামনেই তৈরি হয়েছে সুসজ্জিত ফুল ও সবজির বাগান।গোটা এলাকা জুড়ে বিভিন্ন আলোক সজ্জায়,ও মণ্ডপ গুলি বাঁশের কাজ এবং ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রতিদিন যজ্ঞ অখন্ড নাম সংকীর্তন সন্ধ্যা আরতি গুরুদেব সম্বধ্য আলোচনা এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান চলবে। আসাম বঙ্গিয় মঠের মোহন্ত মহারাজ দিব্যা নন্দ জী ও এই আশ্রমের মহারাজ শ্রী অপরূপা নন্দ জী সমস্ত গুরু ভক্তদের স্বাগত জানান।আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। প্রায় ১০০ টি তাঁবু রয়েছে ভক্তদের থাকা খাওয়ার জন্যে।প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষের প্রাসাদ বিতরণ করা হবে।বহু ভলেন্টিয়ার,সিভিক, ও পুলিশ মোতায়ন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
প্রত্যন্ত অঞ্চলের মধ্যে এমন বড়ো সম্মেলনের হাওয়ায় খুশি গ্রাম বাসির।তারা গর্বিত এই সম্মেলন এর সাক্ষী থাকার জন্য।
আসাম বঙ্গীয় সারস্বত মঠের তত্যবধনায় পশ্চিম মেদিনীপুরের সাউটিয়ায় আজ থেকে শুরু হলো নিগামা নন্দের সম্মেলন।বেলা ২.৩০ নাগাদ বর্ণাঢ্য শোভা যাত্রা মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।বিশেষ আকর্ষণের মধ্যে ছিল ১০৮ কলস,আদিবাসী নৃত্য,ধামসা মাদল,গুরুদেবের সুসজ্জিত রথ,আদিবাসী পোশাকে বহু মহিলা, এবং কয়েক হাজার ভক্ত।
আনন্দ নগর মঠের সামনেই তৈরি হয়েছে সুসজ্জিত ফুল ও সবজির বাগান।গোটা এলাকা জুড়ে বিভিন্ন আলোক সজ্জায়,ও মণ্ডপ গুলি বাঁশের কাজ এবং ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রতিদিন যজ্ঞ অখন্ড নাম সংকীর্তন সন্ধ্যা আরতি গুরুদেব সম্বধ্য আলোচনা এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান চলবে। আসাম বঙ্গিয় মঠের মোহন্ত মহারাজ দিব্যা নন্দ জী ও এই আশ্রমের মহারাজ শ্রী অপরূপা নন্দ জী সমস্ত গুরু ভক্তদের স্বাগত জানান।আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। প্রায় ১০০ টি তাঁবু রয়েছে ভক্তদের থাকা খাওয়ার জন্যে।প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষের প্রাসাদ বিতরণ করা হবে।বহু ভলেন্টিয়ার,সিভিক, ও পুলিশ মোতায়ন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
প্রত্যন্ত অঞ্চলের মধ্যে এমন বড়ো সম্মেলনের হাওয়ায় খুশি গ্রাম বাসির।তারা গর্বিত এই সম্মেলন এর সাক্ষী থাকার জন্য।
No comments:
Post a Comment