নিউজ ফোর সাইড ডেস্ক :: দুর্গাপুরে উড়াল পুলের নিচ দিয়ে যাচ্ছে বিমান।
মঙ্গলবার ভোরে দুর্গাপুর ২ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বিমানটিকে নিয়ে যাচ্ছিল একটি ২২ চাকার ট্রেলার। ফ্লাই ওভারের নিচ দিয়ে যাবার সময় ঘটে বড়ো বিপত্তি।উচ্চতর সামঞ্জস্য না থাকায় আটকে যায় পরিত্যাক্ত বিমান।
সোমবার ওই পরিত্যাক্ত বিমান টিকে দমদম থেকে রাজস্থানের উদ্দেশ্যে বের করা হয়।কিছুটা আশার পর যশোর রোডের কাছে বাঁক নেওয়ার সময় প্রথমে অসুবিধায় পড়তে হয়।তারপর আবার দুর্গাপুরে।
বিনা টিকিটে এমন জলজ্যান্ত কার্গো বিমান দেখতে সাধারণ মানুষের ভিড় জমে উঠে।অন্যদিকে এর কারণে রাস্তায় যানজটও বাড়তে থাকে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়া ও যানজট মুক্ত করে। বিমান গোটা আকাশ দাপিয়ে বেড়িয়েছে টা ফ্রীতে দেখার লোভ কেউ ছাড়তে পারে? বড় দিনের আগে এ এক বড় পাওনা ওই এলাকার মানুষের কাছে।
মঙ্গলবার ভোরে দুর্গাপুর ২ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বিমানটিকে নিয়ে যাচ্ছিল একটি ২২ চাকার ট্রেলার। ফ্লাই ওভারের নিচ দিয়ে যাবার সময় ঘটে বড়ো বিপত্তি।উচ্চতর সামঞ্জস্য না থাকায় আটকে যায় পরিত্যাক্ত বিমান।
সোমবার ওই পরিত্যাক্ত বিমান টিকে দমদম থেকে রাজস্থানের উদ্দেশ্যে বের করা হয়।কিছুটা আশার পর যশোর রোডের কাছে বাঁক নেওয়ার সময় প্রথমে অসুবিধায় পড়তে হয়।তারপর আবার দুর্গাপুরে।
বিনা টিকিটে এমন জলজ্যান্ত কার্গো বিমান দেখতে সাধারণ মানুষের ভিড় জমে উঠে।অন্যদিকে এর কারণে রাস্তায় যানজটও বাড়তে থাকে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়া ও যানজট মুক্ত করে। বিমান গোটা আকাশ দাপিয়ে বেড়িয়েছে টা ফ্রীতে দেখার লোভ কেউ ছাড়তে পারে? বড় দিনের আগে এ এক বড় পাওনা ওই এলাকার মানুষের কাছে।
No comments:
Post a Comment