নিউজ ফোর সাইড ডেস্ক :: ইংরেজী বছরের শেষ উৎসব বড়দিন আর শেষ উৎসবেই আকাশের মুখভার।এমনকি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতা সহ এ রাজ্যে।
জম্বু কাশ্মীরের থেকে উত্তর পূর্ব দিকে সরছে পশ্চিমী ঝাঞ্জা।এর দরুন বৃষ্টি চলছে রাজস্থান,মধ্যপ্রদেশে।
মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা স্টিরাবস্থা থাকলেও দিনের বেলায় তাপমাত্রা কমছে।জলীয় বাষ্পের কারণে ঘন কুয়াশায় ঢাকছে। আগামী কয়েকদিণ পর ধীরে ধীরে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে।৪৮ ঘণ্টা পর মেঘলা আকাশের সম্ভাবনাও রয়েছে।
পাঞ্জাব,হরিয়ানা,চন্ডিগড়, দিল্লী,উত্তর প্রদেসে আপাতত শীতল দিন কোল্ড ডে পরিস্থিতি।এই পরিস্থিতি চলবে ২৫ সে ডিসেম্বর পর্যন্ত। আগামী ৪৮ ঘণ্টা পর পশ্চিমী ঝঞ্জা সারেগেলে আবার শৈত্য প্রবাহের পূর্বাভাস এই রাজ্য গুলিতে।২৫ শে ডিসেম্বর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ এ রাজ্যে।
জম্বু কাশ্মীরের থেকে উত্তর পূর্ব দিকে সরছে পশ্চিমী ঝাঞ্জা।এর দরুন বৃষ্টি চলছে রাজস্থান,মধ্যপ্রদেশে।
মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা স্টিরাবস্থা থাকলেও দিনের বেলায় তাপমাত্রা কমছে।জলীয় বাষ্পের কারণে ঘন কুয়াশায় ঢাকছে। আগামী কয়েকদিণ পর ধীরে ধীরে রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে।৪৮ ঘণ্টা পর মেঘলা আকাশের সম্ভাবনাও রয়েছে।
পাঞ্জাব,হরিয়ানা,চন্ডিগড়, দিল্লী,উত্তর প্রদেসে আপাতত শীতল দিন কোল্ড ডে পরিস্থিতি।এই পরিস্থিতি চলবে ২৫ সে ডিসেম্বর পর্যন্ত। আগামী ৪৮ ঘণ্টা পর পশ্চিমী ঝঞ্জা সারেগেলে আবার শৈত্য প্রবাহের পূর্বাভাস এই রাজ্য গুলিতে।২৫ শে ডিসেম্বর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ এ রাজ্যে।
No comments:
Post a Comment