নিউজ ফোর সাইড ডেস্ক :: 2 জন সিভিক ভলেন্টিয়ার এর তৎপরতায় গরিব মানুষ ফিরে পেলেন তার নগদ 80000(আশি হাজার ) টাকা সহ জিনিস পত্র ।
মধুমিতা সাউ, স্বামী গৌতম সাউ, বাড়ি কুদি (সাতখন্ড ) কাঁথি বাবার বাড়ি থেকে বাসে এসে এগরা তে নামেন, পরে এগরা থেকে বাড়ি যান ট্রেকার এ কোরে, ভুল বসত মধুমিতা সাউ ট্রেকার এ উনার ব্যাগ ছেড়ে নেমে যান, পরে ব্যাগ এর কথা মনে পড়লে কুদি স্ট্যান্ড কর্তব্য রত অবস্থাতে থাকা 2 জন সিভিক ভলেন্টিয়ার শক্তি পদ জানা ও রক্তিম রঞ্জন বেরা কে এসে জানান ট্রেকার এ উনার ব্যাগ থেকে গেছে, বাগে নগদ 80000 (আশি হাজার )টাকা ও কিছু জিনিস পত্র আছে,এই কথা সোনার পরে 2 জন সিভিক ভলেন্টিয়ার তড়ি ঘড়ি কোরে মধুমিতা সাউকে নিয়ে ট্রেকার এর খোঁজ করেন এবং সন্ধ্যা 6 টা নাগাদ পাঁচরোল এর কাছে ট্রেকার টাকে পান ও ব্যাগটি উদ্ধার করেন, পরে এগরা থানাতে এসে oc রবি গ্রাহিকার ও 2 জন সিভিক ভলেন্টিয়ার শক্তি পদ জানা ও রক্তিম রঞ্জন বেরা এর সহযোগিতায় মধুমিতা সাউ ও তার স্বামী গৌতম সাউ এর হাতে নগদ 80000 (আশি হাজার ) টাকা ও সমস্ত জিনিসপত্র তুলে দেওয়া হয়।
মধুমিতা সাউ, স্বামী গৌতম সাউ, বাড়ি কুদি (সাতখন্ড ) কাঁথি বাবার বাড়ি থেকে বাসে এসে এগরা তে নামেন, পরে এগরা থেকে বাড়ি যান ট্রেকার এ কোরে, ভুল বসত মধুমিতা সাউ ট্রেকার এ উনার ব্যাগ ছেড়ে নেমে যান, পরে ব্যাগ এর কথা মনে পড়লে কুদি স্ট্যান্ড কর্তব্য রত অবস্থাতে থাকা 2 জন সিভিক ভলেন্টিয়ার শক্তি পদ জানা ও রক্তিম রঞ্জন বেরা কে এসে জানান ট্রেকার এ উনার ব্যাগ থেকে গেছে, বাগে নগদ 80000 (আশি হাজার )টাকা ও কিছু জিনিস পত্র আছে,এই কথা সোনার পরে 2 জন সিভিক ভলেন্টিয়ার তড়ি ঘড়ি কোরে মধুমিতা সাউকে নিয়ে ট্রেকার এর খোঁজ করেন এবং সন্ধ্যা 6 টা নাগাদ পাঁচরোল এর কাছে ট্রেকার টাকে পান ও ব্যাগটি উদ্ধার করেন, পরে এগরা থানাতে এসে oc রবি গ্রাহিকার ও 2 জন সিভিক ভলেন্টিয়ার শক্তি পদ জানা ও রক্তিম রঞ্জন বেরা এর সহযোগিতায় মধুমিতা সাউ ও তার স্বামী গৌতম সাউ এর হাতে নগদ 80000 (আশি হাজার ) টাকা ও সমস্ত জিনিসপত্র তুলে দেওয়া হয়।
No comments:
Post a Comment