নিউজ ফোর সাইড ডেস্ক :: দেরি করে হলেও শীত প্রবেশ করেছে শহরে।শীতের উপস্থিতি মানুষ ভালোভাবেই উপভোগ করতে পারছে।তাই সকল থেকেই মাথায় টুপি গায়ে চাদর দিয়ে অফিস স্কুল টাইম এ বেরিয়ে যাওয়া অল্প একটু রোদ দেখলে ওখানে দাঁড়িয়ে যওয়া শুরু হয়ে গেছে মানুষের মধ্যে।আর তার মানেই পাকাপাকি ভাবে শীত শুরু।
আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে আরো জাঁকিয়ে আসছে শীত।২৫ শে ডিসেম্বর বড়দিনে প্রচণ্ড শীতে কাবু হতে পারে দক্ষিণ বঙ্গ বাসী।সেইসঙ্গে কলকাতায় পারদ আরও নামবে।রাজ্যের বিভিন্ন জায়গায় শৈত্য প্রবাহ চলবে।শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,বাঁকুড়া,পুরুলিয়া,বীরভূম,হুগলী,নদিয়া,মুর্শিদাবাদে।
উত্তর বঙ্গে ও বিহারে আজ "কোল্ড ডে" পরিস্থিতি।আগামী দুই দিন বিহার আসাম,ত্রিপুরা,ঝাড়খণ্ড,মনিপুর, ওড়িশা তে ঘন কুয়াশায় ভরা থাকবে।
আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে আরো জাঁকিয়ে আসছে শীত।২৫ শে ডিসেম্বর বড়দিনে প্রচণ্ড শীতে কাবু হতে পারে দক্ষিণ বঙ্গ বাসী।সেইসঙ্গে কলকাতায় পারদ আরও নামবে।রাজ্যের বিভিন্ন জায়গায় শৈত্য প্রবাহ চলবে।শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,বাঁকুড়া,পুরুলিয়া,বীরভূম,হুগলী,নদিয়া,মুর্শিদাবাদে।
উত্তর বঙ্গে ও বিহারে আজ "কোল্ড ডে" পরিস্থিতি।আগামী দুই দিন বিহার আসাম,ত্রিপুরা,ঝাড়খণ্ড,মনিপুর, ওড়িশা তে ঘন কুয়াশায় ভরা থাকবে।
No comments:
Post a Comment