নিউজ ফোর সাইড ডেস্ক :: খোদ সুপ্রিম কোর্ট নাগরিকত্ব সংশোধনী আইনের বৈধতা খতিয়ে দেখার নোটিশ দিল কেন্দ্রকে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ ববদের নেতৃত্বাধীন তিন বিচারপতী জানান এই আইনের বৈধতা প্রমাণ করতে হবে কেন্দ্রকে।আগামী বছর ২২সে জনুয়ারী এই মামলার পরবর্তী শুনানি হবে।
প্রসঙ্গত নতুন সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে ২০১৪ সালে ৩১সে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ,পাকিস্থান, আফগানিস্থান থেকে ধর্মীয় নিপিড়নের কারণে এদেশে আগত সমস্ত অমুসলিম সমস্ত ব্যাক্তিদের নাগরিকত্ব দেওয়া হবে।
এই আইনকে চ্যালেঞ্জ করে প্রায় ৬০ টি আবেদন জমাপরে সুপ্রিম কোর্টে।বিভিন্ন সংগঠনের পাশাপাশি কংগ্রেস,সি পি আই এম, ডী এম এর মত কিছু রাজনৈতিক দল গুলিও এই আইনকে চ্যালেঞ্জ করেছিল।
এই আইনের বিরোধিতা করে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়েছে।এমনকি আসামে এই আইনের বিরোধিতা করে বিক্ষপের ঘটনায় প্রায় ৫জনের মৃত্যুও হয়েছে।
No comments:
Post a Comment