প্রয়াত হলেন কাঁথির প্রাক্তন বিধায়ক।
নিউজ ফোর সাইড ডেস্ক:: তথা বামফ্রন্টের নেতা ও প্রাক্তন বিধায়ক সুখেন্দু_মাইতি (৯২) সোমবার দুপুর ১টা ৩৫ মি: নাগাদ কাঁথি মহকুমা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শনিবার হৃদরোগে অাক্রান্ত হলে, হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আজীবন বামপন্থী অাদর্শে অবিচল ছিলেন।
তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করে সিপিঅাই পার্টিঅফিসে মরদেহে মাল্যার্পন করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন সিপিআইএম নেতা মামুদ হোসেন,কানাই মুুখার্জী,
সিপিআই নেতা সত্যেন্দ্রনাথ পণ্ডা,উত্তম প্রধান,স্বপন পণ্ডা প্রমু্খ, কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক শৈলজা দাস, কংগ্রেস নেতা দীপক দাস।
কাঁথি পৌরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী।
বইমেলা কমিটি ও কাঁথি ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নিউজ ফোর সাইড ডেস্ক:: তথা বামফ্রন্টের নেতা ও প্রাক্তন বিধায়ক সুখেন্দু_মাইতি (৯২) সোমবার দুপুর ১টা ৩৫ মি: নাগাদ কাঁথি মহকুমা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শনিবার হৃদরোগে অাক্রান্ত হলে, হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আজীবন বামপন্থী অাদর্শে অবিচল ছিলেন।
তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করে সিপিঅাই পার্টিঅফিসে মরদেহে মাল্যার্পন করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন সিপিআইএম নেতা মামুদ হোসেন,কানাই মুুখার্জী,
সিপিআই নেতা সত্যেন্দ্রনাথ পণ্ডা,উত্তম প্রধান,স্বপন পণ্ডা প্রমু্খ, কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক শৈলজা দাস, কংগ্রেস নেতা দীপক দাস।
কাঁথি পৌরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী।
বইমেলা কমিটি ও কাঁথি ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
No comments:
Post a Comment