Breaking News

Translate

Saturday, November 2, 2019

মহিষাদলে অধার কার্ড সংশোধন নিয়ে বিপাকে গ্রাহকরা।উত্তেজনা SBI ব্যাংকের সামনে।

নিউজ ফোর সাইড ডেস্ক :: মহিষাদলে আধারকার্ড সংশোধন করতে এসে বিপাকে গ্রাহকরা।

গত তিন মাস আগে থেকেই শুরু হয় মাইকে প্রচার এলাকার মানুষদের জানানো হয়েছিলো ২রা নভেম্ব থেকে মহিষাদলের একটি রাষ্ট্রায়ত্ত ( SBI ) ব্যাংকে আধার কার্ডের সংশোধন করা হবে। তাই শুক্রবার রাত থেকে মহিষাদল,নন্দকুমার চন্ডিপুর সহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ জোড় হয় ওই ব্যাংকের সামনে। ব্যাঙ্কের আধিকারিকরা জমায়েত মানুষের উদ্দ্যেশে জানায়  মাত্র দুশো (২০০) মানুষের পরিষেবা দেওয়া হবে। এই খবর শোনার পর রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে উত্তেজন, চিৎকার, বাড়তে থাকে বিক্ষোভের সৃষ্টি হয়।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহিষদল থানার পুলিশবাহিনী।  তাদের উপস্থিতেই চলে উত্তেজনা। পরে মহিষাদল এস বি আই ব্যাঙ্কের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয় আগামী দিনগুলোতে প্রতিদিন ২০০ জনের পরিষেবা দেওয়া হবে। সকলে যাতে পরিষেবা পায় তার ব্যবস্থা অবশ্যই করা হবে।এর পর বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ তুলে নেয়। উপস্থিত মানুষজনের অভিযোগ, আগেই যদি জানানো হতো ২০০ জনের পরিষেবা দেওয়া হবে তাহলে এক সাথে এতো মানুষ দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষা করত না।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919