নিউজ ফোর সাইড ডেস্ক :: বুলবুল ঘূর্ণি ঝড়ের জন্য আগামী কাল ৭ জেলার স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন শিক্ষা দপ্তর।আগামী কাল দুই ২৪ পরগনা সহ পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টিপাত হতেপারে।সুন্দরবনে জারি করা হয়েছে হাই এলার্ট।বিভিন্ন জায়গায় খোলা হয়েছে স্ট্রং রুম।মাইকিং করে সতর্ক করা হচ্ছে সমুদ্রবর্তী এলাকায়।কেন্দ্র থেকে সবরকম সাহায্য করাহবে জানিয়েছেন প্রধামন্ত্রী।
মথসজিবি ও সমুদ্র তীরবর্তী গ্রামবাসীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।স্থালো ভাগে এই ঝড়ের প্রকোপে হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০-১২০ কিমি হতেপারে।যদিও হাওড়া,হুগলি,দুই মেদিনীপুরে ৬০-৭০ কিমি হতেপারে।জানিয়েছে আবহাওয়া অফিস।বুলবুলের দরুন সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে সুন্দরবন এলাকায়।বিভিন্ন এলাকার আধিকারিকদের সাথে বার বার ভিডিও কনফারেন্সে হচ্ছে।ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে পশ্চিমবঙ্গ, উড়িশ্যা,আন্দামান নিকবারের আধিকারিকদের সাথে।নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম।নজর রাখছে মুখ্যমন্ত্রী।
(ছবি - সান্তনু ওঝা)
No comments:
Post a Comment