নিউজ ফোর সাইড ডেস্ক :: বুধবার পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়ায় হলদিয়া পুরসভার অন্তর্গত ব্রজলালচক মোড়ের অনতি দূরে ৪১ নং নম্বর জাতীয় সড়কের রবাবর "গেট ওয়ে অফ হলদিয়ার " উভয় পাশে গভীর নলকূপের উদ্বোধন হয়। উদ্বোধন করেন পরিবহন ও জল সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী ।
সেই সঙ্গে উপস্থিত ছিলেন হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক, ভাইস- চেয়ারম্যান সুদ্ধাংশু শেখর মন্ডল সহ অন্যান্য অতিথিবৃন্দ।
( Vedio- নিচের লিংকে ক্লিক করুন ও সাবস্ক্রাইব করুন)।
https://youtu.be/LtXmD8nI9jM
No comments:
Post a Comment