নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ কাঁথি 1 নম্বর ব্লকএর পাঁচ নম্বর অঞ্চলে ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ রেশনে নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ার জন্য বিক্ষোভ ও গণস্বাক্ষর কর্মসূচি গ্রহণ করে। মহিষাগোটের এক রেশন দোকানের সামনে লাইনে দাড়িয়ে থাকা গ্রাহকদের কাছে গণ স্বাক্ষর করান কর্মী বৃন্দরা। প্রশাসনের বিভিন্ন দপ্তরে পাঠানোর জন্য ব্যবস্থা করেন।এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির মণ্ডলের যুব সভাপতি উমেশ প্রধান, সান্তনু মাইতি, হরিশঙ্কর মান্না, বিজয় জানা ,সন্তোষ মাইতি, অঞ্জন মাইতি, রঞ্জিত বিশাই সহ অন্যান্যরা।
(ছবি - সমীরণ মণ্ডল)
No comments:
Post a Comment