Breaking News

Translate

Thursday, November 7, 2019

এ রাজ্যে বাড়তে চলেছে জেলার সংখ্যা।

নিউজ ফোর সাইড ডেস্ক ::  এ রাজ্যে দুটি জেলাকে ভেঙ্গে চারটি জেলায় পরিণত হতে চলেছে এমনটাই খবর নবান্নের।এবার মালদা মুর্শিদাবাদ কে ভেঙে চারটি জেলা করার পরিকল্পনা চলছে।সূত্রে খবর জেলাকে উত্তর-দক্ষিণ এ ভাঙ্গা হবে ।শুরুতেই জেলা  পুলিশের মর্যাদা দেওয়া হবে তবে প্রশাসনের বিভাজন এখন ঘটানো হবে না।পরে ধীরে ধীরে জেলার পরিকাঠামো হবে।এ বছরের  শেষেই আলাদা পুলিশ জেলার ঘোষণা করা হতে পারে।প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে জঙ্গিপুর এবং লালবাগ মহাকুমার নিয়ে জঙ্গিপুর  পুলিশ জেলা গঠন করা হবে ।পাখি 3 মহকুমা কান্দি সদর ডোমকল মুর্শিদাবাদ এই থাকবে।জঙ্গিপুর লালবাগ নিয়ে বারটি ব্লক এবং কান্দি সদর ডোমকল নিয়ে 14 টি ব্লক।নবান্নের খবর অনুযায়ী নতুন পুলিশ জেলা গুলিতে পুলিশ সুপার নিয়োগ করা হবে।পরে থানা এলাকা পুনর্গঠন করা হবে এবং একজন জেলাশাসক থাকবেন।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919