কাঁথি শেরপুরের এক ব্যাক্তির বাড়ির সেফটি ট্যাংকে ধারা পরলো দেশি গখুরে।
নিউজ ফোর সাইড ডেস্ক :: সোমবার কাঁথি ৮ নম্বর ওয়ার্ডের শেরপুরের রবি পাত্র নামে এক ব্যাক্তির বাড়ির সেফটি ট্যাংকের মধ্যে দেখতে পাওয়া যায় গোখুরে সাপ।খবর দেওয়া হয় কাঁথি বন দপ্তর অফিসে।কয়েকজন কর্মী যায় সাপটিকে ধরার জন্য।কিন্তু সন্ধ্যা নেমে আসার কারণে সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তাই গতকাল আবার কোয়েকজন বন বিভাগের কর্মী সাপ ধরার ক্যাচার,খাচা নিয়ে যায় শেরপুরের ওই ব্যাক্তির বাড়িতে যায়।বেলা ১০টা নাগাদ সাপটিকে ধরা সম্ভব হয়েছে।পরে তাকে নিয়ে আসা হয় কাঁথি ফরেস্ট আফিসে।
বন বিভাগের তরফে জয়ন্ত দাস জানান উদ্ধার করা সাপটিকে কোয়েকদিন পরিদর্শন করার পর তাকে তার অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে।
তাই গতকাল আবার কোয়েকজন বন বিভাগের কর্মী সাপ ধরার ক্যাচার,খাচা নিয়ে যায় শেরপুরের ওই ব্যাক্তির বাড়িতে যায়।বেলা ১০টা নাগাদ সাপটিকে ধরা সম্ভব হয়েছে।পরে তাকে নিয়ে আসা হয় কাঁথি ফরেস্ট আফিসে।
বন বিভাগের তরফে জয়ন্ত দাস জানান উদ্ধার করা সাপটিকে কোয়েকদিন পরিদর্শন করার পর তাকে তার অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে।
No comments:
Post a Comment