হায়দরাবাদের কাচেগুড়া স্টেশনে এই ঘটনা ঘটে সোমবার সকালে। যাত্রী বোঝাই দুটি ট্রেনের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।এই ঘটনায় আহত হয়েছেন অনেকে। একটি লোকাল ট্রেন ও অপর এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে এই ঘটনা ঘটেছে।
প্রায় ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাও্য়া হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গেই সেখানে ছুটে যান রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের লোকজন। সুত্রে খবর, লোকাল ট্রেনের চালক দীর্ঘক্ষণ আটকে পড়ে ছিলেন ট্রেনের ভিতরেই।
সকাল সাড়ে ১০ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। এমএমটিএস লোকাল ট্রেনটি লিঙ্গমপল্লী থেকে আসছিল, যাচ্ছিল ফলকনুমার দিকে। আর এক্সপ্রেস ট্রেনটি কুরনুল থেকে সেকেন্দরাবাদের দিকে যাচ্ছিল। একই ট্র্যাকে চলে আসে ট্রেন দুটি। সিগন্যালিং সিস্টেমে সমস্যার জন্য এই ঘটনা ঘটেছে।
তবে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, সিগন্যাল ঠিকভাবে দেখতে পাননি লোকাল ট্রেনের চালক। সেইজন্যই এই দুর্ঘটনা ঘটে। যদিও, দুটি ট্রেনের গতি কম থাকায় দুর্ঘটনা বেশি বড় আকার নেয়নি। আহত হওয়া স্থানীয়রা ওসমানিয়া হাসপাতালে চিকিত্সাধীন।
No comments:
Post a Comment