নিউজ ফোর সাইড ডেস্ক :: ক্রমশই শক্তি বাড়ছে "বুলবুলের" বুধবার রাতে ওই নিম্নচাপের অবস্থান ছিল কলকাতা থেকে প্রায় ৯৩০ দক্ষিণ ও দক্ষিণ পূর্বে। তা ক্রমেই অতি প্রবল ঘূর্ণি ঝড়ে পরিণত হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের ওপর আছরে পড়তে পারে।এমনটাই জানাচ্ছে অবহওয়া অফিস।
১/ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই "বুলবুল" নিম্নচাপের কারণে।যে গতিতে এগোচ্ছে তা মাথায় রেখে রাজ্যের উপকূলীয় অঞ্চলে লাল সতর্কতা জারি করেছে।অনুমান করা হচ্ছে বৃহস্পতি বার সন্ধ্যা থেকে বৃষ্টি সহ ঝড়ো হাওয়া বইতে পারে।
২/ শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টি ধরে থাকতে পারে।উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনপুরের বেশ কয়েকটি জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে।এই সব জায়গা গুলোতে হলুদ সতর্কতা জারি করেছে।
৩/ বুলবুল নামটি পাকিস্থানের দেওয়া।প্রথমে ৫০-৬০ কিমি বেগ থাকলেও ৭ তারিখের দিকে বেড়ে ঝড়ো হাওয়ার গতি বেগ ৯০ কিমি প্রতি ঘণ্টায় হতে পারে।এবং ৯ নভেম্বর তা বেড়ে ১২০ কিমি প্রতি ঘণ্টায় হতে পারে।
৪/ যে সমস্ত মৎস জিবিরা গভীর সমুদ্রে গেছে তাদের ৭ তারিখের মধ্যে ফিরে আস্তে বলা হোয়েছে।এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছেন।
১/ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই "বুলবুল" নিম্নচাপের কারণে।যে গতিতে এগোচ্ছে তা মাথায় রেখে রাজ্যের উপকূলীয় অঞ্চলে লাল সতর্কতা জারি করেছে।অনুমান করা হচ্ছে বৃহস্পতি বার সন্ধ্যা থেকে বৃষ্টি সহ ঝড়ো হাওয়া বইতে পারে।
২/ শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টি ধরে থাকতে পারে।উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনপুরের বেশ কয়েকটি জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে।এই সব জায়গা গুলোতে হলুদ সতর্কতা জারি করেছে।
৩/ বুলবুল নামটি পাকিস্থানের দেওয়া।প্রথমে ৫০-৬০ কিমি বেগ থাকলেও ৭ তারিখের দিকে বেড়ে ঝড়ো হাওয়ার গতি বেগ ৯০ কিমি প্রতি ঘণ্টায় হতে পারে।এবং ৯ নভেম্বর তা বেড়ে ১২০ কিমি প্রতি ঘণ্টায় হতে পারে।
৪/ যে সমস্ত মৎস জিবিরা গভীর সমুদ্রে গেছে তাদের ৭ তারিখের মধ্যে ফিরে আস্তে বলা হোয়েছে।এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছেন।
No comments:
Post a Comment