নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ সন্ধ্যা ৭টা নাগাদ উলুবেড়িয়া থানার কুলগছিয়া পিকতলার কাছে কলকাতা থেকে হলদিয়া গামী একটি সরকারি বাস এর হটাৎ করে চাকার নাট খুলে যায়।তবে চালকের তত্পরতার গাড়িটিকে থামিয়ে দেয়।বাস ভর্তি যাত্রীরা আতঙ্কের মধ্যে পড়লেও কেউ কোনো ভাবে আহতর সম্মুখীন হয়নি।সবাই সুস্থ আছেন।গাড়ি মেরামত করে গন্তব্য স্থলে পৌঁছানোর জন্য কাজ শুরু করেছে।
নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ সন্ধ্যা ৭টা নাগাদ উলুবেড়িয়া থানার কুলগছিয়া পিকতলার কাছে কলকাতা থেকে হলদিয়া গামী একটি সরকারি বাস এর হটাৎ করে চাকার নাট খুলে যায়।তবে চালকের তত্পরতার গাড়িটিকে থামিয়ে দেয়।বাস ভর্তি যাত্রীরা আতঙ্কের মধ্যে পড়লেও কেউ কোনো ভাবে আহতর সম্মুখীন হয়নি।সবাই সুস্থ আছেন।গাড়ি মেরামত করে গন্তব্য স্থলে পৌঁছানোর জন্য কাজ শুরু করেছে।
No comments:
Post a Comment