নিউজ ফোর সাইড ডেস্ক:: সমীরণ মণ্ডল ::কাঁথি ১নং ব্লকে মহিষাগোট ৫ নং অঞ্চলে লাইসেন্স মদ দোকান বন্ধের দাবিতে মহিষাগোট নাগরিক মঞ্চের পক্ষ থেকে অনির্দিষ্ট কালের জন্য গন অনশন কর্মসূচি গ্রহণ করেছে।
এর আগে ও অনশন হয়েছিল ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে গনস্বাক্ষর প্রতিলীপি দেওয়া হয়েছিল কিন্তু সেই নিয়ে প্রশাসন কোন ব্যবস্থা নেইনি, এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিষাগোট অঞ্চলের বিজেপির গ্রাম সদস্য তথা কাঁথি পূর্ব মন্ডলের যুব মোর্চার সভাপতি উমেশ প্রধান এছাড়াও সান্তনু মাইতি, হরিশংকর মান্না, প্রকাশ সাউ,রাম শংকর জানা,দীপক বেরা, বাপি জানা, সুনন্দ গিরি, বলরাম জানা, গোরাচাঁদ মন্ডল, অজিত বেরা, সিতাংশু প্রধান, প্রশান্ত মান্না, অর্জুন প্রধান ও অনান্য নেতৃবৃন্দ আজ ৪ দিন। অনশন রত।
এর আগে ও অনশন হয়েছিল ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে গনস্বাক্ষর প্রতিলীপি দেওয়া হয়েছিল কিন্তু সেই নিয়ে প্রশাসন কোন ব্যবস্থা নেইনি, এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিষাগোট অঞ্চলের বিজেপির গ্রাম সদস্য তথা কাঁথি পূর্ব মন্ডলের যুব মোর্চার সভাপতি উমেশ প্রধান এছাড়াও সান্তনু মাইতি, হরিশংকর মান্না, প্রকাশ সাউ,রাম শংকর জানা,দীপক বেরা, বাপি জানা, সুনন্দ গিরি, বলরাম জানা, গোরাচাঁদ মন্ডল, অজিত বেরা, সিতাংশু প্রধান, প্রশান্ত মান্না, অর্জুন প্রধান ও অনান্য নেতৃবৃন্দ আজ ৪ দিন। অনশন রত।
No comments:
Post a Comment