এগরায় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী ওড়িশা বাস।
নিউজ ফোর সাইড ডেস্ক : শনিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ল ওড়িশাগামী যাত্রীবাহী বাস । ঘটনাটি ঘটেছে কাঁথি -বেলদা রাজ্য সড়কের এগরা ঘাটা নাসিংহোমের কাছে।
জানা গিয়েছে, শনিবার সকালে ওড়িশা থেকে কাঁথির দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় ঘাটা নাসিংহোমের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়নজুলিতে উল্টে যায় বাসটি। বিষয়টি নজরে পড়তে তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার পুলিশ।
নিউজ ফোর সাইড ডেস্ক : শনিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ল ওড়িশাগামী যাত্রীবাহী বাস । ঘটনাটি ঘটেছে কাঁথি -বেলদা রাজ্য সড়কের এগরা ঘাটা নাসিংহোমের কাছে।
জানা গিয়েছে, শনিবার সকালে ওড়িশা থেকে কাঁথির দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় ঘাটা নাসিংহোমের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়নজুলিতে উল্টে যায় বাসটি। বিষয়টি নজরে পড়তে তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার পুলিশ।
No comments:
Post a Comment