Breaking News

Translate

Monday, November 4, 2019

শক্তিশালী হচ্ছে "মহা" ঘূর্ণিঝড়। এ রাজ্যেও বইতে পারে ঝড়ো হাওয়া।

শক্তি শালী হচ্ছে "মহা" ঘূর্ণিঝড়। এ রাজ্যেও বইতে পারে ঝড়ো হাওয়া।

নিউজ ফোর সাইড ডেস্ক :: দীর্ঘ ঝড় বৃষ্টির পর দুর্গাপূজা,কালি পূজা পর শীত ঢুকবে এমনটাই আশা করেছিল রাজ্য বাসী।কিন্তু সে আশা যেনো ভাঙতে চলেছে।

আরব সাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত। এরপর বাঙ্গোপ সাগরে ও সৃষ্টি হচ্ছে ঘূর্ণাবর্ত।
হাওয়া আফিস জানিয়েছে এই সপ্তাহে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে।তবে টা ঘূর্ণি ঝড়ে পরিণত হবে কিনা স্পষ্ট নয় আবহাওয়া দপ্তর।
হাওয়া আফিসের খবর নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে এগোবে। নভেম্বরের ৯ তারিখ থেকে ওড়িসা ও অন্ধ্র উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টি সহ ঝড়ো হাওয়া বইতে পারে।তবে এরাজ্যে তেমন কোনো প্রভাব পারবেনা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
অন্য দিকে ঘূর্ণি ঝড় "মহা" বুধবার রাতে দিউ ও দ্যারকার মধ্যে গুজরাটের স্থলোভূমিতে প্রবেশ করবে।
উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত এর সাথে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919