নিউজ ফোর সাইড ডেস্ক :: হাওড়ায় রেল যাত্রীদের সুরক্ষার জন্য এবার কার সেড এলাকাগুলিতে উন্নত মানের কাজ শুরু করা হচ্ছে।তাই কিছু দূর পাল্লার ট্রেনের সময় সূচি পরিবর্তন করা হয়েছে।
হওড়া থেকে আট ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে।শনিবার রাত বারোটা পনেরো থেকে "দেড স্টপ" চালু হবে। রবিবার সকল আটটা পনেরো পর্যন্ত।সেই কারণে বাতিল করা হয়েছে (৩৮৪০৫ ও ৩৮৪০৮) আপ,ডাউন পাশকুড়া লোকাল।
আগামীকাল রবিবার আপ ইস্পাত এক্সপ্রেস সকাল ৬.৫৫ মিনিটের পরিবর্তে সকল ৯.১০ মিনিটে হওড়া থেকে ছাড়বে।
সাঁতরাগাছি থেকে ছাড়বে দীঘা তাম্রলিপত এক্সপ্রেস।ডাউনের তিনটি ট্রেনকে খরগপুর ডিভিশনের বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হবে।এছাড়াও কোরাপুট ডাউন ২ ঘণ্টা,
জাসবন্থাপুর এক্সপ্রেস ১.৫০ মিনিট,
কর্যযোগ এক্সপ্রেস ১.৩৫ মিনিট দাঁড় করিয়ে রাখা হবে।
(বিস্তারিত জানতে রেলের ওয়েব সাইট দেখুন)
No comments:
Post a Comment