Breaking News

Translate

Friday, November 22, 2019

প্রদীপ সরকারের সমর্থনে খড়গপুরে প্রচারে নামলেন সাংসদ মিমি চক্রবর্তী।

নিউজ ফোর সাইড ডেস্ক ::  শুক্রবার পশ্চিম মেদিনীপুরে রেল শহর
খড়গপুর সদর বিধানসভার প্রার্থী প্রদীপ সরকারের প্রচারে এলেন যাদবপুরের লোকসভা সংসদ মিমি চক্রবর্তী।

এদিন তিনি প্রথমে এসে প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে ৩৪ নং নম্বর ওয়ার্ডের একটি পদযাত্রা করে সভা করেন। তিনি বলেন , প্রদীপ দা আমাদের আপনাদের সকলের কাছের মানুষ। জাতপাত সবকিছু ভুলে শুধু মনুষ্যত্ব নিয়ে বাঁচার জন্য প্রদীপ দা কে ভোট দিয়ে আগামী দিনে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ মা মাটি মানুষ জিন্দাবাদ। এদিনের সভায় ছিলেন জেলা সভাপতি আজিত মাইতি , ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর অরুপ কুন্ডু সহ অন‍্যান‍্য দলীয় নেতা কর্মীরা।
(ভিডিও লিংক )

https://youtu.be/2jmkGK283lw

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919