Breaking News

Translate

Thursday, November 21, 2019

কুকরাহাটির হুগলী নদীর চরে উদ্ধার হলো অজ্ঞাত মহিলার মৃতদেহ।


নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুরের কুঁকরাহাটি সংলগ্ন হুগলী নদীর তীরে দেখাগেলো এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ।মহিলাটি হিন্দু ও বিবাহিত।কারণ তার  হাতে দেখা গেছে শাখা।দেহটি পচন ধরে যওয়ার জন্য কোনো ভাবে সনাক্ত করা যায়নি।এমনকি বয়স ও বোঝা যায়নি।


স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার  কুকরাহাটি জেঠি ঘাটের অনতি দূরে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা।খবর পেয়ে ঘটনাস্থলে কুঁকরাহাটি পুলিশ ফাঁড়ির কর্মীরা এসে দেহটি উদ্ধার করে।
তবে সুটাহাতা থানার সূত্রে জানা যায় দেহটি ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের কাছে নিখোঁজ কোনো মহিলার অভিযোগ আসেনি।তাই দেহ সনাক্ত করতে যথেষ্ট অসুবিধা রয়েছে।পাশাপাশি থানাগুলোতে খোঁজ চালাচ্ছে পুলিশ।কিন্তু কিভাবে ওই মহিলার মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াসা রয়েছে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919