Breaking News

Translate

Monday, November 18, 2019

ভারতের ইতিহাসে প্রথম ডে নাইট ক্রিকেট টেস্ট ম্যাচ।দাদা উইকেট দেখে খুব খুশি।

নিউজ ফোর সাইড ডেস্ক:: এই প্রথমবার কলকাতা ইডেনের মাঠে খেলা হবে দিন রাতের টেস্ট ম্যাচ।তাও আবার গোলাপী রঙের বলে।সকলে এসেই মহারাজ এসে দেখেগেছেন মাঠ।উইকেট খুব সুন্দর হয়েছে বলে জানান দাদা।অন্য দিকে গোটা ইডেন ও ইডেন সংলগ্ন এলাকা সেজে উঠেছে গোলাপী আলোয়।

গঙ্গা বক্ষে একটি ভেসেল সাজানো হয়েছে গোলাপী আলোয়।আগামীকাল থেকে টাটা সেন্টারও গোলাপী আলোয় আলোকিত হবে।সেইসঙ্গে আরো কিছু বহুতল বাড়িও গোলাপী আলোয় রেঙ্গে উঠবে।পিঙ্ক বলের মাসকট দাদার হতে প্রথম মাছের টিকিট তুলে দেয়।ভারতের ইতিহাসে এই প্রথম ডে নাইট টেস্ট ক্রিকেট ম্যাচ। তাই ক্রিকেট মহল এবং ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা আনন্দের সাড়া পড়েগেছে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919