নিউজ ফোর সাইড ডেস্ক:: এই প্রথমবার কলকাতা ইডেনের মাঠে খেলা হবে দিন রাতের টেস্ট ম্যাচ।তাও আবার গোলাপী রঙের বলে।সকলে এসেই মহারাজ এসে দেখেগেছেন মাঠ।উইকেট খুব সুন্দর হয়েছে বলে জানান দাদা।অন্য দিকে গোটা ইডেন ও ইডেন সংলগ্ন এলাকা সেজে উঠেছে গোলাপী আলোয়।
গঙ্গা বক্ষে একটি ভেসেল সাজানো হয়েছে গোলাপী আলোয়।আগামীকাল থেকে টাটা সেন্টারও গোলাপী আলোয় আলোকিত হবে।সেইসঙ্গে আরো কিছু বহুতল বাড়িও গোলাপী আলোয় রেঙ্গে উঠবে।পিঙ্ক বলের মাসকট দাদার হতে প্রথম মাছের টিকিট তুলে দেয়।ভারতের ইতিহাসে এই প্রথম ডে নাইট টেস্ট ক্রিকেট ম্যাচ। তাই ক্রিকেট মহল এবং ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা আনন্দের সাড়া পড়েগেছে।
গঙ্গা বক্ষে একটি ভেসেল সাজানো হয়েছে গোলাপী আলোয়।আগামীকাল থেকে টাটা সেন্টারও গোলাপী আলোয় আলোকিত হবে।সেইসঙ্গে আরো কিছু বহুতল বাড়িও গোলাপী আলোয় রেঙ্গে উঠবে।পিঙ্ক বলের মাসকট দাদার হতে প্রথম মাছের টিকিট তুলে দেয়।ভারতের ইতিহাসে এই প্রথম ডে নাইট টেস্ট ক্রিকেট ম্যাচ। তাই ক্রিকেট মহল এবং ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা আনন্দের সাড়া পড়েগেছে।
No comments:
Post a Comment