নিউজ ফোর সাইড ডেস্ক :: বুলবুল রেস কাটতে না কাটতেই আবার বঙ্গোপসাগরের উপর দিয়ে ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়।এই ঝড়ের প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশের উত্তর দিকে ও উড়িস্যার উপকূলবর্তী এলাকায়।
বুলবুলের দাপটে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপরে বোয়ে গেছে সাইক্লোন। যার কারণে চাষ বাস সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার সাধারণ মানুষের।এই ঝড়ের উৎপত্তি স্থল দক্ষিণ চীন সাগরে মাতম নামে একটি ঝড়ের থেকে।
আবার কোয়েক দিন যেতে না যেতেই পুনরায় দক্ষিণ চীন সাগরে ঘূর্ণি ঝড়ের সৃষ্টি হয়েছে।নাম নাকরী।অবহাওয়াবিদ দের মতে সোমবার ভিয়েতনামে আচড়ে পড়ার কথা।
১৪ ই নভেম্বর নাগাদ এটি বঙ্গোপসাগরে অবস্থান হতে পারে বলে অনুমান অবহাওয়া অফিসের।এমনকি শক্তি শালী হয়ে ঘূর্ণি ঝড়ের আকার নিতে পারে। নাকরীর প্রভাব চেন্নাই ও উত্তর তামিলনাড়ুতে পড়তে পারে।
বুলবুলের দাপটে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপরে বোয়ে গেছে সাইক্লোন। যার কারণে চাষ বাস সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার সাধারণ মানুষের।এই ঝড়ের উৎপত্তি স্থল দক্ষিণ চীন সাগরে মাতম নামে একটি ঝড়ের থেকে।
আবার কোয়েক দিন যেতে না যেতেই পুনরায় দক্ষিণ চীন সাগরে ঘূর্ণি ঝড়ের সৃষ্টি হয়েছে।নাম নাকরী।অবহাওয়াবিদ দের মতে সোমবার ভিয়েতনামে আচড়ে পড়ার কথা।
১৪ ই নভেম্বর নাগাদ এটি বঙ্গোপসাগরে অবস্থান হতে পারে বলে অনুমান অবহাওয়া অফিসের।এমনকি শক্তি শালী হয়ে ঘূর্ণি ঝড়ের আকার নিতে পারে। নাকরীর প্রভাব চেন্নাই ও উত্তর তামিলনাড়ুতে পড়তে পারে।
No comments:
Post a Comment