নিউজ ফোর সাইড ডেস্ক :: বুলবুলের দাপটে লন্ডভন্ড কাঁথির বিভিন্ন এলাকা।কোথাও গাছ পড়ে বাড়ির ক্ষতি আবার কোথাও কারেন্টের খুঁটি ভেঙে রাস্তার উপর।
বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশিরভাগ এলাকায়।গতকাল শনিবার রাতে বুলবুল সুন্দরবনের দিকে এগিয়ে গেছে। অবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ রবিবার তেমন ঝড় না হলেও হালকা বৃষ্টি হতে পারে কলকাতা,হাওড়া,হুগলি,ও পূর্ব মেদিনপুরের বিস্তীর্ণ এলাকায়।
(ছবি - বিবেকানন্দ)
Great job
ReplyDelete