নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ দুপুরে ১.৩০ নাগাদ কাঁথি শকুন্তলা লজের কাছে এক বাস দুর্ঘটনায় মৃত্যু হলো বাইক আরোহীর।
সূত্রে খবর বাইক আরোহী NH ১১৬B জাতীয় সড়কে ওঠার সময় একটি সরকারি বাস এর সাথে সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর।ঘাটনাকে কেদ্র করে পো অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে তার পরে যানজট মুক্ত করে। বাইকের নঃ থকে জানা যায় বাইকটি দিলীপ কুমার কর নামে এক ব্যাক্তির।কালি পুজোর দিনে এমন মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সূত্রে খবর বাইক আরোহী NH ১১৬B জাতীয় সড়কে ওঠার সময় একটি সরকারি বাস এর সাথে সংঘর্ষ হয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর।ঘাটনাকে কেদ্র করে পো অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে তার পরে যানজট মুক্ত করে। বাইকের নঃ থকে জানা যায় বাইকটি দিলীপ কুমার কর নামে এক ব্যাক্তির।কালি পুজোর দিনে এমন মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
No comments:
Post a Comment