নিউজ ফোর সাইট ডেস্ক :: রেল পরিষেবা কে বেসরকারিকরণের প্রক্রিয়া শুরু করল কেন্দ্র সরকার।আগামী এক বছরের জন্য আসানসোল ডিভিশনের অনুসন্ধান কেন্দ্র গুলিকে পরীক্ষামূলক ভাবে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার রেল মন্ত্রক। এর উপর ভিত্তি করে পূর্ব রেল টেন্ডার ডেকেছে । ট্রেন সংক্রান্ত সমস্ত খবর কোন ট্রেন দেরিতে আছে কোন ট্রেন কখন আসবে তা যাত্রীদের জানানোর জন্য দেশের বিভিন্ন ডিভিশনে অনুসন্ধান কেন্দ্র চালায় রেল। জানা গেছে দেসের সব জায়গায় অনুসন্ধান কেন্দ্র গুলি চালায় রেলের কমার্শিয়াল সেকশনের কর্মীরা । বিভিন্ন জায়গায় কেন্দ্রগুলোকে চালায় টিকিট পরীক্ষক রাই ।
পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানিয়েছেন আসানসোলে নটি অনুসন্ধান কেন্দ্র চলে । এই কেন্দ্র গুলি চালায় টিটি তবে তাদের পক্ষে পরীক্ষা করার পর যাত্রীদের সব রকমের তথ্য দিতে বিঘ্ন ঘটে।ফলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। তাই আসানসোলের ডিভিসনের নয়টি অনুসন্ধান কেন্দ্র কে বেসরকারিকরণের জন্য সিদ্ধান্ত নিচ্ছে রেল মন্ত্রক।আপাতত এক বছরের জন্য বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে এই টিভি চ্যানেল কেন্দ্রগুলি কে ।তবে প্রশ্ন উঠছে তাহলে কি ধীরে ধীরে সারাদেশে অনুসন্ধান কেন্দ্র গুলিকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে?এই ব্যাপারে কিছু বলতে চাননি রেল মন্ত্রক আধিকারিক।তবে আসানসোল ডিভিশনে কেন্দ্রগুলি যদি সফলভাবে কাজ হয়। তবে ধাপে ধাপে বেসরকারিকরণ করা হতে পারে সারাদেশের অনুসন্ধান কেন্দ্র গুলিকে।
No comments:
Post a Comment