Breaking News

Translate

Saturday, October 26, 2019

সমাপ্ত হলো গান্ধী সংকল্প যাত্রা।

নিউজ ফর সাইট ডেস্ক :: জাতির জনক মহাত্মা গান্ধীজী”র ১৫০ তম জন্মদিবস পূর্ত্তি উপলক্ষ‍্যে ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার পরিবেশ সচেতনতা, স্বচ্ছতা অভিযান সহ বিভিন্ন জনহীতকর পদক্ষেপ গ্রহন কোরে।যার নাম গান্ধী সংকল্প যাত্রা।গত (১৬/১০/২০১৯) শুভ সূচনা হয় দীঘায় এবং  (২৫/১০/২০১৯) সমাপ্তি ঘোষিত হল কাঁথি এস.ডি.অফিস কম্পাউন্ডের মধ‍্যে অবস্থিত গান্ধী মূর্ত্তিতে মাল‍্যদান, পুষ্পার্ঘ‍্য নিবেদন সহ পদযাত্রার মধ‍্য দিয়ে।

সমাপ্তি অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী,জেলা প্রাক্তন সভাপতি সোমনাথ রায়,জেলা সহ-সভাপতি রমাকান্ত প্রধান, অমলেন্দু পাহাড়ি,জেলা সাধারণ সম্পাদক তাপস দোলাই,অসীম মিশ্র ও সুদাম পন্ডিত,জেলা মহিলা মোর্চার সভানেত্রী রুবি মান্না, জেলা যুব মোর্চার সভাপতি অরূপ দাশ,জেলা সম্পাদক নবীন প্রধান সহ জেলার সমস্ত সম্মানীয় নেতৃত্বগণ এবং কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত বিভিন্ন মন্ডলের কার্যকর্তাগণ সহ দলীয় কর্মী-সমর্থকগণ।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919