নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ।বাংলায় হতেপারে বৃষ্টি।
শক্তি বাড়িয়ে অন্ধ্রপ্রদেশ হয়ে ছত্রিশ গড়ের দিকে এগোবে।এর প্রভাবে আজ থেকে বৃষ্টি হতেপারে বাংলায়।পশ্চিমের জেলা গুলিতে বৃষ্টির প্রাদুর্ভাব বেশি থাকতে পারে।আগামী কাল বৃহস্পতিবার থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টি সঙ্গে বজ্র বিদ্যুৎ ও ঝড়ো হওয়া হতেপারে বাঁকুড়া,পশ্চিম বর্ধমান,পূর্ব - পশ্চিম মেদিনীপুর,
হাওড়া,হুগলি,পুরুলিয়া,নাদিয়া,উত্তর ও দক্ষিণ ২৪পরগনা,উত্তর ও দক্ষিণ দিনাজপুর,মালদা,মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলায়।এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।তাহলে কি কালি পুজোয় ভারী বৃষ্টি?সকলের কপালে পড়েছে ভাঁজ।
No comments:
Post a Comment